Economics / অর্থনীতি2 weeks ago2 weeks ago রেমিট্যান্স, আমানত ও রপ্তানিতে জোর দিয়ে সোনালী ব্যাংকের বিশেষ উদ্যোগ সোনালী ব্যাংক ২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। রেমিট্যান্স আহরণ, আমানত সংগ্রহ, রপ্তানি বাণিজ্য, খেলাপি ঋণ আদায় ও পরিবেশবান্ধব ব্যাংকিংয়ে জোর দেওয়া হবে।